আমাদের নিয়ম-নীতি

আমাদের নিয়ম-নীতিঃ 

১. ছাত্র-ছাত্রীর মাসিক প্রদেয় প্রত্যেক মাসের ১ হইতে ১০ তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে। অন্যথায় প্রতিদিনের জন্য ১০ টাকা হারে বিলম্ব ফি প্রদানে বাধ্য থাকিবে।
➲২. কোনো উপলক্ষ কিংবা অনিবার্য কারণবশতঃ প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করিলে অভিভাবক নিজে কিংবা তাহার লিখিতভাবে মনোনীত ব্যক্তি স্বশরীরে উপস্থিত হইয়া নিজ নিজ ছেলে-মেয়েকে আনা-নেওয়া করিবে।

➲ ৩.শ্রেণী কার্য্যক্রম আরম্ভ হইবার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে নির্ধারিত ইউনিফর্মে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত থাকিতে হইবে।

➲ ৪. বিশেষ প্রয়োজনে বিলম্ব হইলে তৎক্ষণাত কর্তৃপক্ষকে উহার কারণ অবগত করিতে হইবে। অন্যথায় শ্রেণীতে অংশগ্রহণ করিবার অধিকার রহিতকরণ বিনা আপত্তিতে মানিয়া লইতে হইবে।

৫. ➲ ছুটি ব্যতীত কোনো ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকিলে, উহার কারণ লিখিত আকারে অবহিত করিতে হইবে। বিনা ছুটিতে তিন দিনের অধিক অনুপস্থিত থাকিলে তাহার ভর্তি বাতিল বলিয়া গণ্য হইবে। এমতাবস্থায় তাহার ভর্তি নবায়নের ব্যবস্থা করিতে হইবে।
➲ অর্ধবর্ষে ছেলে/মেয়ে ভর্তি করাইতে চাহিলে বিগত মাস সমূহের “বেতন ও ডে-কেয়ার” ফি প্রদান করিতে বাধ্য থাকিবে।
➲ পরিশোধিত সবধরণের ফি অফেরতযোগ্য।
➲ ৫. ৪র্থ শ্রেণী হইতে ১০ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীর জন্য “ডে-কেয়ার” বাধ্যতামূলক।
➲ ছেলে/মেয়ে শ্রেণীতে উপস্থিত হউক বা না হউক, তাহার সম্পূর্ণ মাসিক ফি আদায় করিতে বাধ্য থাকিবে।
➲ ৬. ছেলে/মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করিলে ক্লাশে প্রবেশাধিকার স্থগিতকরণঃসহ পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যা সমাধানের ব্যাপারে প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে চুড়ান্ত বলিয়া মানিয়া লইতে হইবে। পুনরায় শ্রেণীতে অংশগ্রহণ করিতে হইলে,পরীক্ষা ফি এবং বিষয় প্রতি ১০০ টাকা হারে জরিমানা প্রদানে বাধ্য থাকিবে।
➲ ৭. প্রতিষ্ঠানের বাহিরে কিংবা অভ্যন্তরে কোনো ছেলে/মেয়ে কোনো প্রকার দূর্ঘটনায় পতিত হইলে তাহার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
➲ ৮. কোনো ছেলে/মেয়ের কোনো প্রকার চারিত্রিক ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হইলে তাহার জন্য কর্তৃপক্ষের যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মানিয়া লইতে বাধ্য থাকিবে। উক্ত অবস্থায় তাহাকে বহিস্কার করা হইলেও তাহাতে অভিভাবকের কোনো আপত্তি থাকিতে পারিবেনা।
➲ ৯. কোনো ছেলে/মেয়ে ইসলামী অনুশাসন (নামায, দাড়ি, সূন্নাতী পোশাক ইত্যাদি) পালনে অবহেলা করিলে তাহার জন্য কর্তৃপক্ষের যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মানিয়া লইতে বাধ্য থাকিবে। উক্ত অবস্থায় তাহাকে বহিস্কার করা হইলেও তাহাতে কোনো আপত্তি করিতে পারিবেনা।
➲ ১০. কোনো ছেলে/মেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বাড়ি চলিয়া যাইলে বা অন্যত্র আত্মগোপন করিলে ১০০০ টাকা জরিমানাসহ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাহাকে প্রতিষ্ঠানে উপস্থিত না হইলে, ভর্তি বাতিল বলিয়া বিবেচিত হইবে।
➲ ১১. প্রাতিষ্ঠানিক আইনানুযায়ী মাদ্রাসায় অবস্থানরত যে কোনো ছাত্র/ছাত্রীর জন্য মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইহার ব্যতিক্রম হইলে ১০০০ টাকা জরিমানা এবং মোবাইল বাজেয়াপ্তকরণঃসহ ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নির্দ্বিধায় মানিয়া লইতে হইবে।
➲ ১২. কোনো ছেলে/মেয়ে প্রতিষ্ঠানের আসবাবপত্র বিনষ্ট করিলে তাহার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবে।
➲ কোনো প্রকার অভিযোগ থাকিলে তাহা কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করিতে হইবে এবং সর্বাবস্থায় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হইবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

যোগাযোগ অফিস

মাদরাসা ওসমান বিন আফফান (রাঃ) চট্টগ্রাম
বাড়ী #১৭২, রোড #৮, ব্লক #বি , চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম
ফোনঃ ০১৯ ৭৭ ৩৫ ০১ ৭৯ (অফিস)

জরুরী জ্ঞাতব্য

যে কো দ্বীনি মাসালা-মাসায়েল জানতে এবং তাৎক্ষনিক শরয়ী সমাধান পেতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
০১৮১৭-৩৫ ০১ ৭৯ অথবা ০১৮৩৩- ৯৪ ৭৭ ৫৫
অথবা ইমেইল করুন Mobactg@Yahoo.Com এই ঠিকানায়।