আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসা ওসমান বিন আফফান (রাঃ) প্রতিষ্টার লক্ষ্য ও উদ্দেশ্যঃ

(১) ইলায়ে কালিমাতুল্লাহ, অর্থাৎ- দাওয়াত ও
তাবলীগ, তালীম, তাআল্লুম তথা মুজাহাদা ও
জিহাদ ফী ছাবীলিল্লাহ মাধ্যমে আল্লাহর
কালিমাকে বুলন্দ করা এবং এই
উদ্দেশ্যে মর্দে মুজাহিদ তৈরী করা।
(২) এহ্ইয়ায়ে সুন্নাত ও ইমাতাতে বিদআত তথা রাসূল
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর যাবতীয়
সুন্নাতের প্রচার, প্রসার এবং সকল বিদআত ও
রসুমাতকে (কুপ্রথা) মিটিয়ে দেয়া।
(৩) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর
পূর্ণ নীতি ও আদর্শের উপর
ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা চালু
এবং তদানুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করা। অর্থাৎ
কুরআন হাদীস ও আকাঈদের বিষয়াবলীর যুক্তিসিদ্ধ
ব্যাখ্যা এবং এ সম্পর্কীয় সকল প্রয়োজনীয় বিষয়সমূহ
শিক্ষা দেয়া।
(৪) এমন একটি কাফেলা সৃষ্টি করা, যাদের ক্ষুরধার
লেখনী, জ্বালাময়ী অনলঝরা বক্তব্য ইসলামের সঠিক
অনুভূতির পুনর্জাগরণে এবং হুযূর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ
তথা ইসলামী তাহযিব-তামাদ্দুন সর্বস্তরের মানুষের
মাঝে সঠিক বাস্তবায়নে সক্ষম হবে। এরই
ফলশ্রুতিতে বিশ্ব
মানবতা খুঁজে পাবে হিদায়াতের সঠিক ও সহজতর
পথ।
(৫) আহলে সুন্নাত ওয়াল জামাআতের
আক্বীদা হানাফী মাযহাব, হযরত
মুজাদ্দিদে আলফে সানী (রাহ্.)এর দৃষ্টিভঙ্গী, হযরত
মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ্ (রাহ্.)এর
চিন্তাধারা, হযরত মাওলানা রশীদ আহমদ
গঙ্গুহী (রাহ্.), হযরত মাওলানা কাসেম
নানুতুভী (রাহ্.) ও হাকীমুল উম্মত হযরত
মাওলানা আশরাফ আলী থানভী (রাহ্.)এর
আত্মশুদ্ধির পদ্ধতি ও উপদেশাবলী, শাইখুল হিন্দ হযরত
মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী (রাহ্.) ও
শাইখুল আরব ওয়াল আযম হযরত মাওলানা হুসাইন আহমদ
মাদানী (রাহ্.)এর সংগ্রামী জীবন
দর্শনকে সামনে রেখে তদনুসারে (দারুল উলূম
দেওবন্দের ন্যায়) একটি আদর্শ
ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে তোলা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

যোগাযোগ অফিস

মাদরাসা ওসমান বিন আফফান (রাঃ) চট্টগ্রাম
বাড়ী #১৭২, রোড #৮, ব্লক #বি , চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম
ফোনঃ ০১৯ ৭৭ ৩৫ ০১ ৭৯ (অফিস)

জরুরী জ্ঞাতব্য

যে কো দ্বীনি মাসালা-মাসায়েল জানতে এবং তাৎক্ষনিক শরয়ী সমাধান পেতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
০১৮১৭-৩৫ ০১ ৭৯ অথবা ০১৮৩৩- ৯৪ ৭৭ ৫৫
অথবা ইমেইল করুন Mobactg@Yahoo.Com এই ঠিকানায়।