অত্র প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ পূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
প্রাতিষ্ঠানিকভাবে ভর্তি কার্য্যক্রম শুরু হয় প্রতি শিক্ষাবর্ষের জানুয়ারী মাস থেকে।
হাফেজ কিংবা সমমান ছাত্রদের জন্য ১ বছর মেয়াদী বিশেষ কোর্সে ভর্তি আরম্ভ হয় প্রতি হিজরী সনের শাওয়াল মাস থেকে।
ভর্তি প্রক্রিয়াঃ
(১) ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই ইসলাম সমর্থিত পোশাক পরিধান করে আসতে হবে।
➲ (২) নতুন ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে কাঙ্খিত শ্রেণীতে ভর্তি লাভের জন্য বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
➲(৩) ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যথাক্রমে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার সত্যায়িত নম্বর পত্রের ফটোকপি জমা দিতে হবে।
➲ (৪) নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সম্বলিত ছাড়পত্র ও জন্ম সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে।
➲(৫) ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য কোনো ধরণের সুপারিশ গ্রহণযোগ্য নয়।
(৬)➲ হিফজ বিভাগে ভর্তির ক্ষেত্রে পবিত্র কুরআন সম্পূর্ণ বিশুদ্ধভাবে ও তাজভীদ সহকারে পড়তে জানতে হবে; অন্যথায় সে উক্ত বিভাগে ভর্তির অনুপযোগী বলে বিবেচিত হবে।
➲ (৭) ছাত্র-ছাত্রীর চুরি, মারামারি কিংবা অন্য কোনো ধরণের বদঅভ্যাস থাকলে ভর্তির সময় তা প্রতিষ্ঠানকে অবশ্যই অবহিত করতে হবে, অন্যথায় কোনো রকম অপরাধমূলক কর্মকান্ডে ধরা পড়লে মাদরাসা কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রের জন্য আইনানুগ ব্যবস্থা নেবে।
(৮)➲ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর কোনো
ধরা পড়লে মাদরাসা কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রের জন্য আইনানুগ ব্যবস্থা নেবে।
(৮)➲ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর কোনো ধরণের মারাত্মক কিংবা সংক্রামক ব্যাধি থাকলে তা ভর্তির পূর্বে অবশ্যই অবহিত করতে হবে।
(৯)➲অত্র প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত। অতএব সক্রিয় রাজনীতির সাথে জড়িত কোনো ছাত্রকে ভর্তি করানো হয় না।
➲ (১০) ভর্তি কার্য্যক্রমের জন্য নির্দিষ্ট অফিস কক্ষ থেকে কিংবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভর্তি ফরম সংগ্রহ করতঃ পূর্ণ সতর্কতার সাথে তা পূরণ করতে হবে।
➲ (১১) ভর্তি ফরমের সাথে প্রদত্ত অভিভাবক জ্ঞাতব্যটি মনোযোগ সহকারে পাঠ করে বুঝে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলের নিকট থেকে তা বুঝে নেওয়া বাঞ্চনীয়।
➲ (১২) ভর্তি ফরমে প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ছাত্রের ভর্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
➲ ভর্তি ফরম পূরন করতঃ তা নির্দিষ্ট
(১৩) অফিস কক্ষে জমা দিয়ে সকল প্রকার লেনদেন চুকিয়ে রশিদ বুঝে নিতে হবে। রশিদ ছাড়া কোনো ধরণের লেনদেন কিংবা দাবী বৈধ নয়।